জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুদ্ধের ৫০০ দিন অতিক্রান্ত। রাষ্ট্রসংঘ ইউক্রেনের উপর রাশিয়ার হামলার কড়া সমালোচনা করল। রাষ্ট্রসংঘ একটা মর্মান্তিক তথ্যও পেশ করেছে। ইউক্রেনের উপর রাশিয়ার হামলায় এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৯০০০ সাধারণ মানুষ, যার মধ্যে শিশুর সংখ্যাই ৫০০! ২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছিল। হিউম্যান রাইটস মনিটরিং মিশনের তরফে ডেপুটি হেড নোয়েল কালহাউন অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়েছে, আবার একটা মনখারাপ করা পরিসংখ্যান প্রকাশিত হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Earthquakes in Iceland: মাত্র ২৪ ঘণ্টায় ২২০০ বার ভূমিকম্প! আর কিছু অবশিষ্ট আছে দেশটির?


সম্প্রতি ইউক্রেনের ক্রামাতোর্স্কে ২৭ জুন ১৩ জনের মৃত্যু ঘটেছিল। রাশিয়া নিয়মিত গোলাগুলি চালিয়েছে ইউক্রেনে। এই ৫০০ দিন ধরেই নানা ভাবে বিপর্যস্ত থেকেছে ইউক্রেন। দেশটিতে নানা বিপর্যয় নেমে এসেছে। কোথাও জলের সরবরাহ নেই, কোথাও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ ছাড়া দৈনন্দিন জীবনে স্বাভাবিক সবকিছুই বিপর্যস্ত হয়েছে।


কিছুদিন আগে ইউক্রেনীয় লেখক ভিক্টোরিয়া অ্যামেলিনা (৩৭) মারা গেলেন। ইউক্রেনীয় লেখকদের সংগঠন এই তথ্য জানিয়েছে। গত মঙ্গলবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোর্স্কের এক রেস্তোরাঁয় একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সেখানে 'রিয়া পিৎজা' নামের জনপ্রিয় ওই রেস্তোরাঁটি বিধ্বস্ত হয়। হামলায় ১২ জন নিহত হন। ভিক্টোরিয়া-সহ আহত হন প্রায় ৬০ জন। পরে তিনিও মারা যান। এই হামলায় মোট নিহত হয়েছিলেন ১৩ জন। পেন ইউক্রেন তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলেছে, তারা অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছে যে, ইউক্রেনীয় লেখক ভিক্টোরিয়া ১ জুলাই দিনিপ্রো এলাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন!


আরও পড়ুন: Jasmeen Kaur: ভয়ংকর! কেবল্ ও টেপ দিয়ে হাত-পা-মুখ বেঁধে জীবন্ত পুঁতে ফেলা হল একুশের তরুণীকে...


ইউক্রেনের জনপ্রিয় তরুণ লেখকদের একজন ছিলেন ভিক্টোরিয়া। লেখকদের সংগঠন পেন জানায়, গত বছর ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ হামলা শুরুর পর থেকে রাশিয়ার যুদ্ধাপরাধ নথিভুক্তের কাজ করে আসছিলেন ভিক্টোরিয়া। পাশাপাশি তিনি রাশিয়াকে জবাবদিহির আওতায় আনার জন্য প্রচারও চালিয়ে আসছিলেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)