No confidence against Imran: পিছিয়ে যাচ্ছে অনাস্থাভোট! মুলতুবি পাক সংসদের অধিবেশন
ইমরান খানের যে কোণঠাসা পরিস্থিতি তাতে অনাস্থাভোটে তাঁর হার নিশ্চিত
নিজস্ব প্রতিবেদন: সুতোর উপরে ঝুলছে ইমরান খানের ভাগ্য। শনিবার সাড়ে আটটা নাগাদ তাঁর বিরুদ্ধে অনাস্থাভোট হওয়ার কথা ছিল। কিন্তু এই খবর লেখা পর্যন্ত তা হয়নি। পাক সংবাদমাধ্যমের খবর, শনিবার আনাস্থাভোট করাতে চাইছেন না ন্য়াশনাল অ্য়াসেম্বলির স্পিকার। এদিকে, রাত ন'টায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন ইমরান খান। ফলে পরিস্থিতি কোন দিকে এগচ্ছে তা স্পষ্ট নয়।
পাক সুপ্রিম কোর্টের নির্দেশে আজ সাড়ে আটটায় ইমরান খানের বিরুদ্ধে অনাস্থ প্রস্তাব আনার কথা ছিল পাক পার্লামেন্ট। সুপ্রিম কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেছে ইমরান খানের দল। কারণ সরকারের বক্তব্য পার্লামেন্টের কাজ হস্তক্ষেপ করতে পারে না আদালত। তবে আদালতের নির্দেশ রয়েছে ভারতীয় সময় সাড়ে দশটার মধ্যে ভোটাভুটি শেষ করে ফেলতে হবে স্পিকারকে।
এদিকে, ইমরান খানের যে কোণঠাসা পরিস্থিতি তাতে অনাস্থাভোটে তাঁর হার নিশ্চিত। তাই আজ দুপুর থেকেই ভোটাভুটি পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন ইমরান খান। তাই সকাল থেকে কখনও বলছেন দুপুর, কখনও বলছেন সন্ধেয় অনাস্থা ভোট হবে। এদিকে স্পিকারও ভোটাভুটির নির্দিষ্ট সময়সীমা খোলসা করছেন না। পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ অধিবেশন গড়াতে পারে গভীর রাত পর্যন্ত।
বিরোধীদের দাবি, ৩৪২ আসনের সংসদে তাদের হাতে রয়েছেন ১৭২ সাংসদ। তাই অনাস্থাভোট পিছিয়ে দিতে চাইছে সরকার। এর মধ্যেই বিরোধীরা দাবি তুলেছেন দেশের আরও বেশি ক্ষতি করার আগে গ্রেফতার করতে হবে ইমরানকে। পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টোর দাবি, দেশের নির্বাচন হলেও হারবেন ইমরান। তাই স্পোর্টস ম্য়ান স্পিরিট দেখিয়ে সম্মানের সঙ্গে সরে যান।
উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে অনাস্থা আনার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে দাবি করেছেন ইমরান খান। তাঁর দাবি, পাকিস্তানের সাংসদদের গরু ভেড়ার মতো কেনাবেচা করা হচ্ছে। জানতে পারছি মার্কিন কূটনীতিকরা আমাদের নেতাদের সঙ্গে সাক্ষাত করছেন। তারা চাইছেন একজন জি হুজুর সরকার। তাই তারা আমাকে সরাতে চাইছেন। খুব লজ্জার বিষয়, এই দেশের ২২ কোটি মানুষকে বাইরের কিছু লোক নিয়ন্ত্রণ করছে।
আরও পড়ুন-আসানসোলের রাস্তায় যাঁরা হাঁটলেন তাদের পরিবার ভোট দিলেই বিজেপি ভোকাট্টা: অভিষেক