নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা পেশ হল পাক পার্লামেন্টের নিম্নকক্ষে। ইমরানের বিরুদ্ধে সংসদে ওই অনাস্থা পেশ করেন বিরোধী দলনেতা শাহবাজ শরিফ। ১৬১ সদস্যের পাক সংসদের নিম্নকক্ষে ভোটাভুটি হবে। তবে তার আগে ৩১ মার্চ সংসদ শুরু হলে এনিয়ে আগে বিতর্কে অংশ নেবেন সাংসদরা। তার সাত দিনের মধ্যে এনিয়ে ভোট নেওয়া হবে। তবে পাক রাজনীতিতে কানাঘুষো রয়েছে, ভোটাভুটির আগেই ইস্তফা দিতে পারেন ইমরান খান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনাস্থ ভোট নিয়ে সংবাদমাধ্যমে আজ শাহবাজ শরিফ বলেন, 'সংসদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ইমরান। তাই প্রধানমন্ত্রী পদে থাকার কোনও নৈতিক অধিকার তাঁর নেই।' ইমরান খান ভোটে হেরে গেলে তাঁর জায়গায় প্রধানমন্ত্রী হতে পারেন শাহবাজ শরিফ। এমনটাই জল্পনা রয়েছে পাক রাজনীতিতে।


উল্লেখ্য, নয়া পাকিস্তানের আওয়াজ তুলে ২০১৮ সালে ক্ষমতায় এসেছিলেন ইমরান খান। কিন্তু বিরোধীদের দাবি,ক্ষমতায় আসার পর থেকেই দেশের উন্নতির লক্ষ্য ছেড়ে গিয়ে বিরোধীদের পেছনে পড়ে গিয়েছিলেন। পাশাপাশি দেশের বিদেশনীতি ও অর্থনীতিরও বারোটা বাজিয়ে দিয়েছেন ইমরান খান। 


প্রসঙ্গত, তেহরিক-ই-ইনসাফের পাশপাশি কয়েকটি জোটসঙ্গীকে নিয়ে সরকার চালাচ্ছেন ইমরান। সেই জোটেই ঘূণ ধরেছে বলে মনে করা হচ্ছে।   


আরও পড়ুন-'রাজ্য সরকারি কর্মচারিদের বনধে অংশগ্রহণ বেআইনি'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)