নিজস্ব প্রতিবেদন: দেশের বাড়ছে চতুর্থ ঢেউয়ের আতঙ্ক। এই পরিস্থিতিতে আরও কঠোর করোনাবিধি বলবৎ করল চিন।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, করোনার অভিঘাতে বিপর্যস্ত চিনের অর্থনৈতিক ভাণ্ডার সাংহাই (Shanghai)। সেখানে ফের একবার লকডাউন শুরু হয়েছে। বাসিন্দাদের কারণে-অকারণে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু এরপরেও করোনাকে নিয়ন্ত্রণ করতে না পারায়, এবার চরম পদক্ষেপ নিল চিনা সরকার। দেশটিতে লাগু হল আরও কঠোর করোনাবিধি।


এই নয়া বিধি নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। প্রকাশ্য়ে এসেছে নির্দেশ ঘোষণার নানান ভিডিও।


কী কী নয়া করোনাবিধি লাগু হল?


সাংহাইয়ের বাসিন্দাদের প্রকাশ্যে গান করতে নিষেধ করা হয়েছে। দম্পতিদের আলাদা আলাদা শুতে বলা হয়েছে। চুম্বন এবং আলিঙ্গনের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। সরকারের যুক্তি, এতে নাকি দ্রুত করোনা ছড়ায়। 


আরও পড়ুন: Russia-Ukraine যুদ্ধে চাপে পড়ল China, জানেন কেন?


আরও পড়ুন: Russia-Ukraine War: অপরাধ গোপন করার চেষ্টা করছে রাশিয়া, দাবি Zelensky-র


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)