জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘোষণা হয়ে গেল পদার্থ বিজ্ঞানের নোবেল পুরষ্কার। ২০২২ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেলে তিন বিজ্ঞানী। আলাইন আস্পেক্ট, জন এফ ক্লাউসার এবং এন্টন জিলিঙ্গার কোয়ান্টাম মেকানিক্সে তাদের যুগান্তকারী কাজের জন্য পেলেন এই পুরষ্কার। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স-এর সেক্রেটারি জেনারেল হান্স এলগ্রেন। জানানো হয়েছে যে, তিনজন বিজ্ঞানীই এই পুরষ্কার জিতেছেন ফোটন নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য। ফোটন কণা সংক্রান্ত জরুরি ধাঁধার সমাধান করে কোয়ান্টাম তত্ত্বকে এগিয়ে দিয়ছেন অনেকটাই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৭৫ বছরের আলাইন আস্পেক্ট ফ্রান্সের প্যারিস সাক্লায় বিশ্ববিদ্যালয় এবং ইকোল পলিটেকনিকের অধ্যাপক। ৭৯ বছরের জন এফ ক্লাউসার রিসার্চ ফিজিসিস্ট হিসেবে কাজ করছেন আমেরিকার জেএফ ক্লাউসার এন্ড অ্যাসোসিয়েটসে। এছাড়াও ৭৫ বছরের এন্টন জিলিঙ্গার অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। 


এই তিন জন, এনট্যাঙ্গলড কোয়ান্টাম স্টেট নামক কিছুর উপর একটি সিরিজ পরীক্ষা চালিয়েছেন। সেখানে দুটি পৃথক কণা একটি এককের মতো আচরণ করে। তাদের গবেষণার ফলাফলগুলি কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম নেটওয়ার্ক এবং সুরক্ষিত কোয়ান্টাম এনক্রিপ্ট করা যোগাযোগের ক্ষেত্রে প্রভাব ফেলবে। সহজ কথায়, কোয়ান্টাম কম্পিউটারগুলি কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে জটিল সমস্যার সমাধান করে যা সাধারণ কম্পিউটারের পক্ষে সম্ভব নয়।


আরও পড়ুন: Nobel Prize in literature: সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখিকা অ্যানি এনৌ


ক্লাউসার বেলের ভাবনার উপর কাজ করেছিলেন এবং তার পরিমাপ বেলের অসমতা লঙ্ঘন করে কোয়ান্টাম মেকানিক্সকেই সমর্থন করে। তার পরীক্ষায় কিছু ফাঁক ছিল, যেগুলোর সমাধান করেন অ্যাসপেক্ট। জিলিঙ্গার এন্ট্যাঙ্গলড কোয়ান্টাম স্টেট ব্যবহার করা শুরু করে। তার গবেষণা কোয়ান্টাম টেলিপোর্টেশন নামক একটি ঘটনা দেখিয়েছে, যা একটি কণা থেকে একটি কোয়ান্টাম স্টেটকে একটি কণা থেকে একটু দূরত্বে থাকা অন্য কণায় সরানো সম্ভব করে।


ওয়েবসাইটটি জানিয়েছে যে ‘কোয়ান্টাম মেকানিক্সের মৌলিক বিষয়গুলি কেবল একটি তাত্ত্বিক অথবা দার্শনিক সমস্যা নয়। কোয়ান্টাম কম্পিউটার তৈরি করতে, পরিমাপ উন্নত করতে, কোয়ান্টাম নেটওয়ার্ক তৈরি করতে এবং নিরাপদ কোয়ান্টাম এনক্রিপ্ট করা যোগাযোগ স্থাপনের জন্য পৃথক কণা সিস্টেমের বিশেষ বৈশিষ্ট্যগুলি ব্যবহার করার জন্য প্রচুর গবেষণা চলছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)