ওয়েব ডেস্ক : বুধবারই দক্ষিণ কোরিয়ায় নির্বাচিত হয়েছেন নতুন প্রেসিডেন্ট মুন জে-ইন। সেই নির্বাচনের ৩ দিন কাটতে না কাটতেই আবার পরমাণু মিসাইলের পরীক্ষা করল উত্তর কোরিয়া। এই ঘটনার তীব্র নিন্দা করেছে দক্ষিণ কোরায়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- চিনে দুদিনের 'ওয়ান বেল্ট ওয়ান রোড' সম্মেলন বয়কট ভারতের!


আজ স্থানীয় সময় সকাল সাড়ে পাঁচটা নাগাদ উত্তর কোরিয়ার কুশং থেকে ওই মিসাইলের পরীক্ষামূলক উতক্ষেপণ করা হয়। ৭০০ কিলোমিটার দূরে সমুদ্রে মাঝে গিয়ে পড়ে মিসাইলটি।


এরপরই উত্তর কোরিয়ার বিরুদ্ধে সরব হয় প্রতিবেশী রাষ্ট্র। মুন বলেন, এই মিসাইল পরীক্ষা রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের নিয়মের পরিপন্থি। এর আগেও পরপর দুবার পরীক্ষামূলক ভাবে পরমাণু মিসাইল উতক্ষেপনের চেষ্টা করে উত্তর কোরিয়া। এই ঘটনায় আমেরিকাও উত্তর কোরিয়ার বিরুদ্ধে সরব হয়েছে।