নিজস্ব প্রতিবেদন: কিমকে নিয়ে জল্পনা রহস্যের শেষ নেই। কখনও শোনা যায়, মৃত্যু হয়েছে তাঁর। কখনও শোনা যায় জটিল রোগে ভুগছেন। কখনও সাময়িক বেপাত্তা হয়ে যান। এখন আবার তাঁর ঘাড়ের ক্ষত নিয়ে জমছে রহস্য। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তর কোরিয়ার (North Korea) শাসক কিম জং উন কি অসুস্থ? ওঁর উপরে কি কোনও হামলা ঘটেছে?  আসলে কিমের ঘাড়ে ব্যান্ডেজ ও আঘাতের চিহ্ন দেখেই এই সন্দেহ তৈরি হয়েছে কয়েকদিন ধরে। মঙ্গলবারই কিম কোরিয়ান পিপলস আর্মির (Korean People’s Army) এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে একটি স্থানীয় সংবাদমাধ্যমের ক্যামেরায় তাঁর ঘাড়ের ক্ষতচিহ্ন প্রথম ধরা পড়ে।


আরও পড়ুন: Pak PM: ভারতের জনসংখ্যা ১ বিলিয়ন ৩০০ কোটি মন্তব্য করে ফাঁপরে ইমরান


অতিরিক্ত ওজনের কারণে মধুমেহ, হৃদরোগের মতো সমস্যা রয়েছে কিম জং উনের (Kim Jong Un)। তবে এ বার ঘাড়ে ব্যান্ডেজ ও ক্ষতচিহ্ন নিয়ে ফের একবার আলোচনার শিরোনামে উঠে এলেন তিনি। আসলে গত মাসে যখন পলিটব্যুরো মিটিং (politburo meeting) হয়েছিল সেদেশে, সেই সময়ে কিমের ঘাড়ে কোনও ক্ষতচিহ্ন ছিল না। কোরিয়ার সেনাবাহিনীর আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি দিবসে যোগ দেন কিম জং উন। সেখানেই তাঁর মাথার পিছনে ছোট আকারেরর একটি ব্যান্ডেজ (bandage) দেখা যায়। পাশে ক্ষতচিহ্নও নজরে আসে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: US-India: ভারত এবং অন্য দেশকেও টিকা তৈরিতে সাহায্য করছে আমেরিকা, মন্তব্য বাইডেনের