নিজস্ব প্রতিবেদন: করোনার উৎপত্তি ঠিক কোথায়? ধোঁয়াশা রয়েছে এখনও। আর এ নিয়ে এবার তদন্তের কথা বললেন আমেরিকার শীর্ষ স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফৌসি (Anthony Fauci)। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, 'করোনার উৎপত্তি স্বাভাবিকভাবে হয়নি। আমি অন্তত মানতে রাজি নই। এখনও অস্পষ্ট রয়েছে এর কারণ। অবিলম্বে তদন্ত হওয়া দরকার।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তদন্তের ব্যাপারে চিনকেও টেনে আনেন তিনি। বলেন, 'চিনে (China) গিয়ে করোনার উৎপত্তির কারণ খুঁজে বের করতে হবে। এটা সত্যি যে যাঁরা তদন্ত করেছিলেন তাঁদের মতে চিনের পশু খামার থেকেই এই ভাইরাসের উৎপত্তি। তারপর মানুষের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। কিন্তু কারণ অন্য কিছু হতে পারে। আমাদের তা খুঁজে বের করতেই হবে।'


আরও পড়ুন: 'স্টুপিড অ্যালোপাথি' মন্তব্যের জের, স্বাস্থ্যমন্ত্রীর কড়া চিঠি পেয়ে ক্ষমা চাইলেন Ramdev


উল্লেখ্য, করোনার উৎপত্তি চিনের ল্যাবরেটরি থেকেই হয়েছে দাবি করে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশাসন এবং বাকি রিপাবলিকানরা বহুদিন ধরেই তর্ক করে আসছেন। গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য সেই তত্ত্ব খারিজ করে দেয়। আমেরিকার মসনদে পালাবদলের পরেও ফের মাথা চাড়া দিচ্ছে করোনার 'ল্যাবরেটরি' উৎপত্তি তত্ত্ব। প্রেস সেক্রেটারি জেন সাকির মতে, বাইডেন প্রশাসনও জনসমক্ষে ও ব্যক্তিগত পরিসরে বারবার জানিয়ে এসেছে যে করোনার উৎপত্তি নিয়ে প্রথম থেকেই স্বচ্ছ ভাবমূর্তি ছিল না চিন সরকারের। 


আরও পড়ুন: আপনি Covid Positive! জানান দেবে কুকুর