মার্কিন মুলুকেও ষোলোআনা বাঙালিয়ানা বজায় রেখে চলছে দুর্গাপুজো
মার্কিন মুলুকেও ষোলোআনা বাঙালিয়ানা। কর্পোরেট জগত্ ছেড়ে বাঙালির শ্রেষ্ঠ উত্সবে গা ভাসাল ফিলাডেলফিয়া থেকে নিউ জার্সি। চলছে বাঙালির শ্রেষ্ঠ উত্সব দুর্গাপুুজো। ফিলাডেলফিয়ার সোশ্যাল, কালচারাল অ্যান্ড চ্যারিটেবল অর্গানাইজেশনের পুজোয় মেতে উঠলেন প্রবাসী বাঙালিরা।
ওয়েব ডেস্ক : মার্কিন মুলুকেও ষোলোআনা বাঙালিয়ানা। কর্পোরেট জগত্ ছেড়ে বাঙালির শ্রেষ্ঠ উত্সবে গা ভাসাল ফিলাডেলফিয়া থেকে নিউ জার্সি। চলছে বাঙালির শ্রেষ্ঠ উত্সব দুর্গাপুুজো। ফিলাডেলফিয়ার সোশ্যাল, কালচারাল অ্যান্ড চ্যারিটেবল অর্গানাইজেশনের পুজোয় মেতে উঠলেন প্রবাসী বাঙালিরা।
আরও পড়ুন- আজ মহানবমী! বাঙালির প্রাণে আনন্দ আর বিষাদের স্রোত একসঙ্গে
দেবী বরণ থেকে ধুনুচি নাচ, আরতি, মুম্বইয়ের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান সবই ছিল সেখানে। সেই সঙ্গে রীতি মেনে দুর্গাপুজো। তবে এর মাঝে সবথেকে আকর্ষণীয় হল বাঙালির পেটপুজোর সম্ভার। নিউ জার্সির ভারত সেবাশ্রম সংঘের পুজোতেও বাংলা সংস্কৃতি বজায় রইল পুরোমাত্রায়। ৭ থেকে ৭০, পুজোর আনন্দে মেতে উঠল মার্কিন মুলুকের প্রবাসী থেকে নেটিভরাও।