ওয়েব ডেস্ক : চিনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে দেখা করলেন অজিত ডোভাল। BRICS সম্মেলনে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখন চিনে। বৃহস্পতিবার চিনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ডোভাল। কোনওপক্ষই মুখ না খুললেও, ডোকা লা বিতর্ক নিয়ে দুপক্ষের কথা হয়নি একথা উডিয়ে দেওয়া যাচ্ছে না। শুক্রবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে ডোভালের দেখা করার বিষয়টি তাই যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভারত-চিন তিক্ততার মাঝেই বেজিংয়ে দোভাল-জিয়েচি বৈঠক


মাসখানেক ধরেই ডোকা লা নিয়ে ভারত ও চিনের মধ্যে উত্তেজনা বাড়ছে। রীতিমতো সম্মুখসমরে দুই দেশ। ভারত-চিন-ভুটান সীমান্তে ডোকালায় এখনও মুখোমুখি দাঁড়িয়ে ভারতীয় ও চিনা সেনা। উত্তেজনা কমার লক্ষণ নেই। দিল্লি কূটনৈতিক পথে সমাধানের কথা বললেও ভ্রূক্ষেপ নেই বেজিংয়ের। তাদের অভিযোগ, ভারতীয় সেনা সীমান্ত পেরিয়ে চিনা সেনার রাস্তা তৈরির কাজে বাধা দিচ্ছে।