ওয়েব ডেস্ক: পরমাণু সরবরাহ গোষ্ঠী NSG-র সদস্য হওয়ার ব্যাপারে এবার ভারতের পাশে মেক্সিকোও। 


বিদেশ সফরের শেষ পর্বে এদিন মেক্সিকোয় পা রাখেন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট এনরিকে পেটা নিয়েটোর সঙ্গে একাধিক ইস্যুতে দীর্ঘ বৈঠক হয় নরেন্দ্র মোদীর। চিন, পাকিস্তানের বিরোধিতা সত্ত্বেও, NSG তে ভারতের অন্তর্ভুক্তি ইস্যুতে খোলাখুলিই সমর্থন জানিয়েছে মেক্সিকো। আগেই এনিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, সুইত্জারল্যান্ডের সমর্থন আদায় করে নিয়েছে ভারত। ভারত যেহেতু পরমাণু অস্ত্রপ্রসার রোধচুক্তিতে সই করেনি তাই ভারতকে NSG-তে নেওয়ায় আপত্তি তুলেছে চিন। মেক্সিকো সফরে দু দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর দিয়েছেন দু দেশের রাষ্ট্রনেতাই। বিশেষ করে উঠে আসে এনার্জি সেক্টরে পারস্পরিক আদানপ্রদান প্রসঙ্গ। এছাড়াও কৃষি গবেষণা, বায়োটেকনোলজি সহ একাধিক ক্ষেত্রে কাজেও হাত মেলাচ্ছে দুই দেশ।