Bangadesh: বিক্ষোভ সামাল দিতে গিয়ে বিপত্তি! কনস্টেবলের `গুলি`তে আহত ওসি...
আহত ওসি-র শারীরিক অবস্থা অবশ্য গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। আজবকাণ্ড বাংলাদেশে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দু'জনে একই থানায় কর্মরত। বিক্ষোভ সামাল দিতে গিয়ে কনস্টেবলের 'গুলি'তে আহত হলেন ওসি! শারীরিক অবস্থা অবশ্য গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। আজবকাণ্ড বাংলাদেশে।
আরও পড়ুন: Vladimir Putin: ভয়ংকর এই বিশৃঙ্খলার জন্য দায়ী মার্কিন যুক্তরাষ্ট্রই! আক্রমণাত্মক পুতিন...
ঘটনাটি ঠিক কী? এদিন বাংলাদেশের সিলেট থেকে ঢাকা যাওয়ার রাস্তা অবরোধ করেছিলেন বিএনপি ও জামায়াতের সদস্যরা। তৎপর ছিল পুলিসও। স্থানীয় লালবাজার এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন দক্ষিণ সুরমা থানার ওসি মহম্মদ শামসু্দ্দোহা।
সাতমাইল এলাকা গাড়ি আটকে ভাঙচুরের চেষ্টা করেন অবরোধকারীরা। এরপর যখন তাঁদের পিছনে ধাওয়া করে পুলিস, তখন দক্ষিণ সুরমা থানার এক কনস্টেবলের বন্দুকে অসাবধানতাবশত গুলি বেরিয়ে যায়! তারপর? সেই গুলিতেই আহত হন ওই থানার ওসি শামসু্দ্দোহা।
আরও পড়ুন: Japan: বিস্ময়! এবার পৃথিবীর বাইরে, মহাকাশেও সন্তানের জন্ম দিতে পারবে মানুষ?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)