এবার বরফ গলছে আন্টার্টিক মহাসাগরের, বিপর্যয়ের আশঙ্কা
গত এক দশকের বেশি সময় ধরে আর্টিক মহাসাগরের বরফ গলার কথা শোনা যাচ্ছে। বেড়ে গেছে তাপমাত্রাও। সেই খবর দফায় দফায় প্রকাশিতও হয়েছে। তৈরি হয়েছে প্রাণীকূলের অস্তিত্ব নিয়ে আশঙ্কাও।
ওয়েব ডেস্ক : গত এক দশকের বেশি সময় ধরে আর্টিক মহাসাগরের বরফ গলার কথা শোনা যাচ্ছে। বেড়ে গেছে তাপমাত্রাও। সেই খবর দফায় দফায় প্রকাশিতও হয়েছে। তৈরি হয়েছে প্রাণীকূলের অস্তিত্ব নিয়ে আশঙ্কাও।
কিন্তু, তার মাঝে এবার নতুন করে পরিবেশ বিজ্ঞানীদের জন্য তৈরি হল বিপত্তি। এমন বিপত্তি যা আগে কখনও শোনা যায়নি। আর তা নিয়েই এবার একজোট পরিবেশ বিজ্ঞানীরা।
আরও পড়ুন- সন্তান প্রসবের পরও এই মহিলা গর্ভবতী!
খবর মিলেছে, আর্টিক সাগরের পাশাপাশি এবার গলে যাচ্ছে দক্ষিণ মেরুর আন্টার্টিক মহাসাগরের বরফও। NASA-র পক্ষ থেকে সম্প্রতি চালানো একটি পরীক্ষায় এই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। সেই পরীক্ষায় উঠে এসেছে, আর্টিক মহাসাগরে যেভাবে বরফ গলছে, তার থেকে অনেক বেশি পরিমাণ বরফ গলে যাচ্ছে আন্টার্টিক মহাসাগরে। আর এর ফলেই পরিবর্তন ঘটে যাচ্ছে তাপমাত্রায়।
গবেষণায় দেখা গেছে, প্রতি বছর এই অঞ্চলগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২০ ডিগ্রির কাছাকাছি বেশি। আর তার ফলেই দেখা দিচ্ছে আশঙ্কা।