নিজস্ব প্রতিবেদন: সৌদি তেল উত্পাদন সংস্থায় ড্রোন হামলার পর তেলের দাম একলাফে বেড়ে গেল অনেকটাই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-হিউস্টনে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে একই মঞ্চে মোদী-ট্রাম্প! জানাল হোয়াইট হাউস


সংবাদসংস্থার খবর অনুযায়ী, দুনিয়ার তেলের সরবারহ ৫ শতাংশ কমে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১৫ শতাংশ। বর্তমানে ব্যরেলপিছু অপরিশোধিত তেলের দাম ৬০ ডলার থেকে বেড়ে হয়েছে ৭১.৯৫ ডলার। গত ৬ মাসে এটা সর্বোচ্চ দাম।


পরিস্থিতির কথা মাথায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্র তার মজুত তেলের ভান্ডার খুলে দেওয়ার কথা ভাবেছে। এমননটাই টুইট করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সৌদি তেল উত্পাদন সংস্থায় হামলার পর তেলে দামে প্রভাব পড়তে পারে।



মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, সৌদি তেল উত্পাদক সংস্থায় হামলা করা হয়েছে। ফলে আমাদের জানা প্রয়োজন ওই হামলার পেছনে রয়েছে কারা। এনিয়ে সৌদি সরকার কী বলে তার জন্যই অপেক্ষা করছি।


আরও পড়ুন-হরিয়ানা পুলিসকে চিঠি পাঠিয়ে রেল স্টেশনে বিস্ফোরণের হুমকি জইশ-ই-মহম্মদের


এদিকে, ওই হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সৌদির অভিযোগ, ওই হামলা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মাইক পম্পেও মন্তব্য করেছেন, সৌদিতে কমপক্ষে ১০০টি হামলার পেছনে রয়েছে ইরান।