হিউস্টনে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে একই মঞ্চে মোদী-ট্রাম্প! জানাল হোয়াইট হাউস

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হবেন প্রায় ৫০ হাজার বা তারও বেশি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

Updated By: Sep 16, 2019, 09:18 AM IST
হিউস্টনে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে একই মঞ্চে মোদী-ট্রাম্প! জানাল হোয়াইট হাউস

নিজস্ব প্রতিবেদন: হিউস্টনের সভায় একই মঞ্চে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বিগত বেশ কিছুদিন ধরে চলা জল্পনায় ইতি টেনে জানিয়ে দিল হোয়াইট হাউস।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আগামী ২২ সেপ্টেম্বর হিউস্টনে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের একটি সভা অনুষ্ঠিত হবে। ‘হাউডি মোদী’ শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হবেন প্রায় ৫০ হাজার বা তারও বেশি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এই সভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকবেন কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল বিভিন্ন মহলে। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে হোয়াইট হাউস জানিয়ে দিল ‘হাউডি মোদী’র মঞ্চে থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্পও।

আরও পড়ুন: ভারতের চিরাচরিত যুদ্ধে হারতে পারে পাকিস্তান, স্বীকার করে নিলেন ইমরান খান

‘হাউডি মোদী’র মঞ্চে মোদী-ট্রাম্পের এই সাক্ষাতকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শৃঙ্গলা। জুন মাসে পণ্য রফতানির ক্ষেত্রে ভারতকে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া বন্ধ করেছিল আমেরিকা। এ ছাড়াও ভারতের বেশ কিছু পণ্যের উপরে কর ছাড় দেওয়াও বন্ধ করে দিয়েছে ট্রাম্প সরকার। শুধু তাই নয়, রাশিয়া থেকে মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার ক্ষেত্রেও বার বার আপত্তি তুলেছিল আমেরিকা। সব মিলিয়ে বিগত কয়েক মাস ধরে বাড়তে থাকা তিক্ততা কাটিয়ে ভারত-আমেরিকার সম্পর্ক ইতিবাচক দিকে মোড় নেবে বলে আশা দু’দেশের কূটনৈতিকদের। 

.