ওয়েব ডেস্ক: ইরানের ওপর নিষেধাজ্ঞা ওঠার জেরে বিশ্ববাজারে তেলের দর নামল আটাশ ডলারের নীচে। ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দামের এই পতন। গত শনিবারই প্রায় এক দশক ধরে ইরানের উপর চেপে থাকা আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞা তোলার কথা ঘোষণা করেছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। সোমবার দুপুরে উচুঁ মানের তেল ব্রেন্টের দর নেমে গিয়েছিল ৮০০ ডলারের নীচে।


 ইরানও জানিয়েছে, এর পর প্রাথমিক ভাবে রফতানির পরিমাণ দিনে ৫ লক্ষ ব্যারেল বাড়াবে তারা। কিন্তু তাদের তেল বাজারে আসার আগেই চাহিদা ও জোগানের ভারসাম্যের যা হাল, তাতে বিশ্ব বাজারে তেলের দর কুড়ি  ডলারের নীচে নেমে যেতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এর প্রভাব পড়বে ভারতবর্ষেও।