ওয়েব ডেস্ক: ২০১২ সালে, ৩৫০০ বছর প্রাচীন এক গাছের আবিষ্কার দেখেছিল গোটা বিশ্ব। বিজ্ঞানীদের মতে সেটিই ছিল পূর্ব আফ্রিকার ফিনিশি আর প্রদেশের সবথেকে প্রাচীন জিবিত জীব। তামাম দুনিয়া সেই 'দ্য সেনোটর' নামক ১১৮ ফুট উঁচু গাছ নিয়ে কম মাতামাতি করেনি। এবার আরও এক আশ্চর্য আবিষ্কার। এবারও আরও এক গাছের খোঁজ মিলল, যার বয়স ৯৫০০ বছর। অবিশ্বাস্য, তবে সত্যি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুইডেনে মিলেছে এই গাছ। সুইডেনের মানুষ এই গাছকে চেনেন 'ওল্ড টি জিক্কো' নামে। এই গাছ দেখতে অবিকল চার্লি ব্রাউন ক্রিসমাস ট্রি'র মত। পার্বত্য অঞ্চলেই এই গাছের জন্ম। বেশিরভাগ সময়ই বরফাবৃত থাকে 'ওল্ড টি জিক্কো'। উচ্চতা ১৬ ফুট।  


উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার পার্বত্য অঞ্চলে 'মথূশেলহের' নামে এক গাছের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা, যার বয়স নাকি অন্তত ৫০০০ বছর।