ওয়েব ডেস্ক: গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। অলিম্পিক। রিওর এক গ্যারাজে বসল অলিম্পিকের আসর। অবাক হলেন? ছোটদের আনন্দ দিতে অভিনব এই আয়োজন করেছিলেন রিয়োর এক গ্যারাজ মেকানিক। ফুটবলের দেশ ব্রাজিলেই এবার বসছে অলিম্পিকের আসর। দুনিয়ার সব থেকে  জমকালো অনুষ্ঠানের জন্য সেজে উঠছে রিও ডি জেনিরো...
উত্সবের ছোঁয়া সে শহরের অলিতে গলিতে...তবে দুঃখ একটাই টিকিট কেটে অলিম্পিকের দর্শক হওয়ার সামর্থ্য নেই অধিকাংশ রিওবাসীর। মন খারাপ ছোটদেরও। ছোটদের এই শুকনো মুখে বসে থাকা মানতে পারেননি  মেকানিক জারবাস কারলিনি। নিজের গ্যারেজেই তিনি আয়োজন করেন  ছোট্ট অলিম্পিকের আসর। অলিম্পিক  মশাল থেকে রেসিং ট্র্যাক সবই রয়েছে সেখানে। প্লাস্টিকের পাইপ কেটে অলিম্পিক মশালের রেপ্লিকা তৈরি করতে গিয়েই ভাবনাটা মাথায় আসে তাঁর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন তানজানিয়ায় এবার মোদী ধামাকা


(এই মশাল তৈরির পরে আমি প্রতিবেশী শিশুদেরই বিষয়টা বললাম। তদের পক্ষে কোনও ভাবেই এবারের অলিম্পিকে অংশ নেওয়া সম্ভব নয়। আমার কথা শুনে ওরাও খুব খুশি হল। তার পরেই আমরা ঠিক করলাম মশাল দৌড় করব। ) তবে শুধু মশাল দৌড়েই থেমে থাকেননি এই গ্যারাজ অলিম্পিক। গ্যারাজের এক কোনায় দিব্বি তৈরি হয়েছে রেসিং ট্র্যাক। সেখানে রীতিমতো জমকালো আয়োজন। অলিভ পাতার না হলেও ফুলের মুকুটও তৈরি ছিল চ্যাম্পিয়নদের জন্য।


আরও পড়ুন  ফের আমেরিকাকে হামলার হুশিয়ারি ভিডিও বার্তায়!