ওয়েব ডেস্ক : বয়স মাত্র ৯ বছর। আর এই বয়সেই সে যা করল তা এক প্রকার বিস্ময় ছাড়া আর কিছুই বলা যায় না। এই বয়সেই তার এই কৃতিত্ব দেখে উপস্থিত সকলের চোখ একপ্রকার ছানাবড়া হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। অবশেষে সম্বিত ফিরে পেতেই সেই পারফরম্যান্স তাড়িয়ে তাড়িয়ে উপভোগও করলেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-OMG! ভয়াবহ দুর্ঘটনার পরও অক্ষত চালক(ভাইরাল ভিডিও)


পারফরমারের নাকি কোনও জাত হয় না। হয় না কোনও দেশ, কাল এমনকী পাত্র। এই শিশুটির ক্ষেত্রেও হয়তো বিষয়টা একই। তার নেই কোনও দেশ। আছে শুধুই নিজের কৃতিত্বকে জাহির করার মঞ্চ। আর তাই সে পারফর্মার।


অবাক করে দেওয়ার মতো এই পারফরম্যান্সের ভিডিওটি দেখুন নিজের চোখেই-