নিজস্ব প্রতিবেদন: ওমিক্রন 'মৃদু' না 'মারাত্মক' তা নিয়েও এখনও বিশ্লেষণ জারি রয়েছে৷ যেভাবে নতুন বছরেই গোটা বিশ্বে করোনা প্রাদুর্ভাব বেড়েছে সেখানে নয়া প্রজাতি নিয়ে রীতিমতো চিন্তা বেড়েছে একাধিক দেশে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে চিন্তার। পরিসংখ্যান বলছে কার্যত ওমিক্রনের  বিস্ফোরণ ঘটেছে জো বাইডেনের দেশে। গত বছর ডেল্টা হানায় যত রোগী আক্রান্ত হয়েছিল, তার চেয়ে এবার আক্রান্তের সংখ্যা যেমন বেশি, তেমন হাসপাতালেও রেকর্ড পরিমাণে বাড়ছে রোগীর সংখ্য। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখা গিয়েছে হাসপাতালে বেডের চাহিদা ক্রমশ বেড়ে চলেছে এমাসের শুরু থেকেই৷ কানেটিকাটের ইয়ালে নিউ হেভেন হাসপাতালের আধিকারিকরা জানিয়েছেন ২০২০ এর এপ্রিল থেকেই করোনার দাপট অব্যাহত রয়েছে। তবে এপ্রিলে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে হাসপাতালে। আগামী সপ্তাহের মধ্যে সে রেকর্ড ভাঙবে বলেই জানিয়েছে ওই হাসপাতাল সূত্র। 


আরও পড়ুন, ক্রিসমাসে বাড়ির দরজায় 'গেস্ট' দেখে স্তম্ভিত বাড়ির কর্তা! কেন জানেন?


তবে স্বস্তির খবর একটাই। ওমিক্রন ঢেউয়ে সংক্রমণ বৃদ্ধি হলেও মৃত্যু সংখ্যা কম।  আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যাও অনেক কম। ভ্যাকসিনেশন যে সব এলাকায় হয়ে গিয়েছে সেখানে নতুন করে আক্রান্ত হলেও তা মারাত্মক আকার নেয়নি। যদিও হাসপাতালে ভর্তির চাহিদা বৃদ্ধি পাওয়ায় নয়া উপায় আনছে প্রশাসন। এছাড়াও উচ্চ প্রতিরোধী মাস্ক পরা, ভ্যাকসিন বুস্টার নেওয়ার মতো বিষয়ে জোর দেওয়া হয়েছে বাইডেন প্রশাসনের তরফে। 


হার্ভার্ড মেডিকেল স্কুলের সংক্রমক রোগ বিভাগের বিশেষজ্ঞ জ্যাকব লেমিউক্স বলেন, "এই শীতের সময়টি বেশ কষ্টের। ভাইরাসের বৃদ্ধি হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে আরও অনেকটা বাড়তে পারে সংক্রমণ।" ফেব্রুয়ারি পর্যন্ত রোগের বৃদ্ধি দেখবে আমেরিকা, এমনটাই পূর্বাভাস মার্কিন বিশেষজ্ঞদের।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)