নিজস্ব প্রতিবেদন : ফের ভিলেন চিন। আবারও জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে রাষ্ট্রসংঘে নিষিদ্ধ ঘোষণা করার পথে বাধা হয়ে দাঁড়াল তারা। ২০১৬ সালের মার্চ মাসে মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণা করার দাবি জানায় ভারত। তাতে সায় দিয়েছে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন-সহ একাধিক দেশ। কিন্তু, প্রতিবারই  বেশকিছু সমস্যা তুলে ধরে একমাত্র চিনই সেই প্রস্তাবটি আটকে রেখেছে। চিনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ মোকাবিলায় দ্বিচারিতার অভিযোগ তুলেছে ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাষ্ট্রসংঘে গৃহীত এই প্রস্তাবে পদ্ধতিগত কিছু সমস্যা তুলে ধরে দফায় দফায় বাধা সৃষ্টি করে চলেছে চিন। বিষয়টি নিয়ে পুনর্বিবেচনার জন্য প্রথমে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চায় চিন। তারপর তা বাড়িয়ে চলতি বছর অগাস্ট মাস করা হয়। অগাস্টে সময় শেষ হলে ফের বৈঠক বসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলে। সেখানে ফের একই কারণ দেখানো হয় বেজিংয়ের পক্ষে। ফের সময় বাড়িয়ে তা করা হয় ২ নভেম্বর। বৃহস্পতিবারই শেষ হচ্ছিল সময়সীমা। কিন্তু, আজও নিজেদের অবস্থানেই অনড় রইল চিন। চিনা বিদেশমন্ত্রকের দাবি, মাসুদ আজহার নিষিদ্ধ করার ইস্যুতে তারা এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। আর তাই এখনই এই প্রসঙ্গে কোনও স্থায়ী সিদ্ধান্ত তাদের পক্ষে জানানো সম্ভব নয় বলে জানিয়েছে চিন।


২০১৬ সালে ভারতে পাঠানকোট হামলার মূল চক্রী মাসুদ আজহার।


আরও পড়ুন- লাদেনের পছন্দ কার্টুন!