USA: বিজয়ী ফুটবলদলের উৎসবে চলল গুলি! নিহত ১, শিশু-সহ আহত অন্তত ২১...
USA: খেলায় বিশেষ খেতাব জিতে চলছিল শোভাযাত্রা, আনন্দ-উৎসব। হঠাৎই সেখানে চলল গুলি। আকস্মিক রক্তপাতে স্তম্ভিত সেই শোভাযাত্রা। উত্তেজনা বিশৃঙ্খলায় বিপর্যস্ত জনজীবন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আনন্দে ছন্দপতন। ফুটবল খেলায় বিশেষ খেতাব জিতে চলছিল সংশ্লিষ্ট বিজয়ী দলের শোভাযাত্রা, আনন্দ-উৎসব। হঠাৎই সেখানে চলল গুলি। ঘটল মৃত্যুও। আকস্মিক সেই রক্তপাতে স্তম্ভিত শোভাযাত্রা। উত্তেজনা বিশৃঙ্খলায় বিপর্যস্ত জনজীবন।
আরও পড়ুন: Urs Festival: ঐতিহ্যের উরস উৎসব! ২৫ বগির ট্রেনে ২৫০০ বাংলাদেশি ঢাকা থেকে মেদিনীপুরের মাটিতে...
আমেরিকান ফুটবলের 'সুপার বোল' শিরোপাজয়ী দল 'কানসাস সিটি চিফসে'র আনন্দ মিছিল চলছিল। সেই মিছিলের শেষে ঘটল গুলিবর্ষণ। সেই গুলিবর্ষণে একজনের মৃত্যু ঘটে এবং অন্তত ২১ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর বলেও জানা গিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে গতকাল বুধবার এই গুলি চলার ঘটনা ঘটে। ফুটবল উৎসব উপলক্ষে সেখানে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। সহসা গুলিবর্ষণ শুরু হলে টিমের সমর্থকরা আতঙ্কিত হয়ে পালাতে শুরু করেন।
ফুটবল ক্লাবের কর্মকর্তারা জানান, তাঁরা আটজন আহতের চিকিৎসা করছেন। এঁদের অবস্থা আশঙ্কাজনক ছিল। আহতদের মধ্যে আরও সাতজনের অবস্থাও সংকটজনক। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে ন'জন শিশু রয়েছে।
আরও পড়ুন: Hindu Kush Himalaya Biosphere: হিমালয়ের এ অঞ্চলের জীববৈচিত্র বিপন্ন! প্রায় ৮ কোটি মানুষ কেন ভীত?
পুলিস জানিয়েছে, এই গুলি চলার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। কানসাস সিটির পুলিসপ্রধান স্টেসি গ্রেভস বলেন, ঘটনাস্থলে থাকা গোয়েন্দারা তাৎক্ষণিক ভাবে তদন্ত শুরু করেছিলেন।