নিজস্ব প্রতিবেদন: খ্রীষ্টধর্মে দীক্ষা দিতে গিয়ে জলে ডুবে মৃত্যু সদ্যজাত শিশুর। রোমানিয়ায় একটি  গোঁড়া চার্চে ঘটে এই দুর্ভাগ্যজনক ঘটনা। যেখানে খ্রীষ্ট ধর্মে দীক্ষিত হতে পবিত্র জলে ডুব দিতে হয়।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জলে ডুব দেওয়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শিশুর। জানা গিয়েছে, ওই চার্চের জোড়াজুড়িতেই বাবা মা সিদ্ধান্ত নেয় তাদের সন্তানকে খ্রীষ্ট ধর্মে দীক্ষিত করার। চার্চ থেকে শিশুর নিথর দেহ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শিশুর ফুসফুস থেকে বের করা হয় ১১০ মিলিলিটার জল। 


এই ঘটনা সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে আসা মাত্রই এই নিয়ম বন্ধ করার জন্য স্বাক্ষর দিয়েছে ৫৬,০০০। এই ঘটনাকে সোশাল মিডিয়ায় ও বিভিন্ন মহলে নৃশংস বলে ঘোষাণা করা হয়েছে।