Covid Deaths: করোনায় প্রাণ হারিয়েছেন ১০ লাখ মানুষ! কোন দেশে জানেন?
যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ৫৭ কোটি ৯৬ লাখ ৮৫ হাজার ৫৯৪ ডোজ কোভিড টিকা দিতে পেরেছে। প্রত্যেকের দু`টি ডোজ টিকা প্রয়োজন ধরে হিসাব করলে দেশটির ৮৮.৩ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। এটা কম কথা নয়। আগামি দিনের বিপদের ক্ষেত্রে যেটা রক্ষা কবচের কাজ করবে।
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাস (কোভিড-১৯) অতিমারীতে এক অনাকাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেছে যুক্তরাষ্ট্র। ১১ মে যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ১০ লাখ ছাড়িয়ে গেল। এখন পর্যন্ত সেদেশে রোগী শনাক্ত হয়েছেন ৮ কোটি ২২ লাখ ৬০ হাজার ৩৪০ জন।
করোনাভাইরাস অতিমারীর সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে যুক্তরাষ্ট্রই। সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর তালিকায় দেশটির নাম সবার উপরে। কমপক্ষে দু'লাখ শিশু তাদের বাবা অথবা মায়ের একজনকে হারিয়েছে। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছিল, কোভিড-১৯ একটি গ্লোবাল অতিমারী। এই অতিমারী পরিবারগুলিকে ছিন্নভিন্ন করে দেয়।
মোটা অঙ্কের বেতনে কাজ করা কর্মীরা বাড়িতে থেকেও কাজ করার সুযোগ পেয়েছেন। অন্য দিকে, মুদির দোকান, ফায়ার স্টেশন ও হাসপাতালের আবশ্যিক কর্মীদের প্রতিদিনই বাইরে যেতে হয়েছিল, তাঁদের ঝুঁকির মুখেও পড়তে হয়েছিল।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এখনও পর্যন্ত ৫১ কোটি ৯১ লাখ ৪৫ হাজার ৫৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এঁদের মধ্যে মারা গেছেন ৬২ লাখ ৮২ হাজার ৩৫৬ জন।
সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই সংক্রমণে দ্বিতীয় স্থানে ভারত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটিতে রোগী শনাক্ত হয়েছেন ৪ কোটি ৩১ লাখ ১৩ হাজার ৪১৩ জন। মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ১৮১ জন, যা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। সংক্রমণে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সেখানে ৩ কোটি ৬ লাখ ১৭ হাজার ৭৮৬ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৬ লাখ ৬৪ হাজার ৫৬৪ জন, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ।
আরও পড়ুুন: Covid 19: ২ বছরে প্রথম করোনা আক্রান্তের খোঁজ North Korea-য়, দেশজুড়ে লকডাউন ঘোষণা Kim Jong Un-র