ওয়েব ডেস্ক: গত পাঁচ বছরে ৫,০০,০০০-এরও বেশি পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠিয়েছে বিশ্বের ১৩৪টি দেশ। এর মধ্যে রয়েছে সৌদি আরব, সং‌যুক্ত আরব আমিরশাহি, ভারত ও চিন। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনের দাবি, আরব মুলুকই নয়, ইউরোপের ছোট ছোট দেশগুলি থেকেও বিতাড়িত হয়েছেন পাক নাগরিকরা। লাওস, টোগো, পোর্ট লুইস, লাইবেরিয়া, ইকোয়েটোরিয়াল গিনি, বুরকিনা ফাসো, বৎসোয়ানা, বুরুন্ডি, কঙ্গো, অ্যাঙ্গোলা, ইথিওপিয়ার মতো দেশ থেকেও ঘাড়ধাক্কা খেয়েছে পাকিস্তানিরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের জুন প‌র্যন্ত ৫,৪৪,১০৫ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ২০১২ সালে ৭১,৭২৩ জন, ২০১৩ সালে ৭৯,৫৩৯ জন, ২০১৪ সালে ৭৮,৪০৯, ২০১৫ সালে ১,১৬,১৮৫ জন, ২০১৬ সালে ১,১১,০৮৪ ও ২০১৭ সালের প্রথম ছমাসে ৮৭,১৬৫ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠিয়েছে বিশ্বের ১৩৪টি দেশ। পাকিস্তানিদের ফেরত পাঠানোর তালিকায় শীর্ষে সৌদি আরব। এরপর রয়েছে সং‌যুক্ত আরব আমিরশাহি, ওমান, মালয়েশিয়া, ব্রিটেন, তুরস্ক ও গ্রিস।


১১৫টি কারণে বিতাড়িত হয়েছেন পাকিস্তানিরা। এর মধ্যে অনুপ্রবেশই সবচেয়ে বেশি।


আরও পড়ুন, ‘আমেরিকার জন্য আরও বড় উপহার অপেক্ষা করছে’, ফের হুঁশিয়ারি কিমের দেশের