জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র আধঘণ্টা। তার মধ্যে মাত্র ৩ বার কম্পন। তাতেই পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল তালিবান-অধ্যুষিত আফগানিস্তানের একটি বড় অংশ! সে দেশের মানচিত্র থেকে পুরোপুরি মুছে গেল ১২টি গ্রাম। মৃতের সংখ্যা ২৫০০! এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে বহু দেহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Tibet: ভয়ংকর তুষারধস! তিস্তাতাণ্ডবের পরে এবার মারণবরফে মৃত্যু তিব্বতে...


শনিবার দুপুর ১২টা ১১ মিনিটে প্রথম কম্পন হয় পশ্চিম আফগানিস্তানের হেরাতে। সেই কম্পনের তীব্রতা ছিল ৬.১। দ্বিতীয় কম্পনটি ঘটে ১২টা ১৯ মিনিট নাগাদ। এর তীব্রতা ছিল ৫.৬। তৃতীয় কম্পনটি ছিল আরও জোরালো-- তীব্রতা  ৬.৩! দুপুর ১২টা ৪২ মিনিটে কেঁপে উঠেছিল তালিবানের দেশ। এই কম্পনের উৎসস্থল ছিল হেরাত থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চল। 


ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, সর্বশেষ কম্পনটি হয়েছিল হেরাতের জিন্দাজান জেলায়। কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ৭.৭ কিলোমিটার গভীরে। হেরাত প্রশাসন জানিয়েছিল, ভূমিকম্পের সবচেয়ে খারাপ প্রভাব পড়েছে জিন্দাজান এবং ঘোরিয়াঁ জেলায়। এই দুই জেলার মোট ১২টি গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সেখানে কত মানুষ যে ধ্বংসস্তূপের নীচে এখনও চাপা পড়ে আছে, কে জানে! 


আরও পড়ুন: Israel-Palestine Conflict: এখনই প্রায় ১২০০ মৃত্যু! আগুন আর বারুদের গন্ধের মধ্যে যেন দাঁড়িয়ে সাক্ষাৎ যম...


সদ্য মঙ্গলবারই নেপালে ভূকম্পন ঘটেছিল। সেখানে কম্পনের মাত্রা ছিল ৬.২। নেপালের এই কম্পনে কেঁপেছিল দিল্লিও। নেপালের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ছিল দীপায়াল জেলা। এই এলাকাটি উত্তরাখণ্ডের যোশীমঠের ২০৬ কিলোমিটার দূরে অবস্থিত! প্রসঙ্গত, আফগানিস্তানে ৪ সেপ্টেম্বরে ৪.৪ মাত্রার ভূকম্প ঘটেছিল। আফগানিস্তানের ফয়জাবাদ অঞ্চলে এই ভূকম্পের ঘটনাটি ঘটেছিল। এর আগের ভূমিকম্পটি ঘটেছিল ২৮ অগস্ট, এর মাত্রা ছিল ৪.৮।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)