ওয়েব ডেস্ক : ফের মোদীকে হুমকি দিলে পাক সেনা প্রধান। কড়া ভাষায় রহিল শরিফ বললেন, "ভারতকে উচিত শিক্ষা দেওয়ার ক্ষমতা আছে পাকিস্তানের। পাকিস্তান যদি সার্জিক্যাল স্ট্রাইক করে, তাহলে ভারত সেটা ভুলতে পারবে না।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতীয় জওয়ানের মাথা কেটে নিয়ে যাওয়ার বদলায় পাল্টা আঘাত হেনেছে ভারতও। একের পর এক শেল-মর্টার আঘাতে পাক অধিকৃত কাশ্মীরে মৃত্যু হয়েছে ১২ জনের। আর তারপরই আবার ভারতের উদ্দেশে ধেয়ে এসেছে রহিল শরিফের হুমকি। কখনও ভারতকে সংযত থাকার পরামর্শ দিচ্ছে, কখনও আবার সোজাসুজি সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি। পাশাপাশি অবসরের আগে ফের একবার রহিল শরিফ দাবি করেন, পাক অধিকৃত কাশ্মীরে কোনও সার্জিক্যাল স্ট্রাইক করেনি ভারত।


পড়ুন,কাশ্মীর সন্ত্রাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবার মোদীর বিরুদ্ধে প্রচারে নামছে পাকিস্তান