ওয়েব ডেস্ক: আকবর আলি নামক এক পাক গোয়েন্দাকে খুন করল আইএসআইএস (ইসলামিক স্টেট)। উত্তর-পশ্চিম পাকিস্তানের এই ঘটনায় আন্তর্জাতীক মহলে ছড়িয়েছে চাঞ্চল্য। দু'জন হত্যাকারীই একটি মোটর বাইকে চড়ে আসে, ঘটনা ঘটে যাওয়ার পর আইএসআইএস এর দায় স্বীকার করে নেয়।


আরও পড়ুন- ভারত-চিন সীমান্তে 'নাক গলানোয়' আমেরিকার উপর ক্ষুব্ধ চিন


পুলিসের গোয়েন্দা বিভাগের সিনিয়র ইনসপেক্টর আকবর আলি যখন অফিসে আসার জন্য বাড়ির কাছেই বাসস্টপে অপেক্ষা করছিলেন তখনই দুষ্কৃতিরা বাইকে চড়ে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বলে জানিয়েছে স্থানীয় পুলিস। ঘটনাটি ঘটে পেশোয়ার থেকে ৩০ কিলো মিটার দূরে। উল্লেখ্য, এদিনই পাকিস্তানের তরফে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার সহ ৫১০০ জন জঙ্গির অ্যাকাউন্ট 'ফ্রিজ' করা হয়েছে। ফলে, দু'টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা সেটাই বোঝার চেষ্টা করছে ওয়াকিবহাল মহল।


আরও পড়ুন- এবার পাকিস্তানকে সরাসরি ভাবে ধমক দিল আমেরিকা