খেই হারিয়ে ভারতকেই `সন্ত্রাসবাদের মা` বলল পাকিস্তান
ওয়েব ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘে শনিবার মারকাটারি ভাষণে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে কোণঠাসা করে দিয়েছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। নয়াদিল্লির জোরালো আক্রমণের সামনে রীতিমতো খেই হারিয়ে ফেলেছে ইসলামবাদ। জবাবি ভাষণে ভারতকে 'সন্ত্রাসবাদের মা' বলে অাখ্যা দিলেন পাক প্রতিনিধি মালিহা লোধি। তাঁর অভিযোগ, পাকিস্তানের বিভিন্ন অংশে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে ভারত।
কাশ্মীর সমস্যার সমাধানে আবারও আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি করেছেন পাক প্রতিনিধি। আর তা করতে গিয়ে ‘টেররিস্তান’-এর প্রতিনিধি রীতিমতো হুমকি দিয়েছেন। তাঁর কথায়, "দুই প্রতিবেশীর মধ্যে বিপজ্জনক বিবাদ এড়াতে চাইলে ভারতের আগ্রাসন বন্ধ করতে সচেষ্ট হোক আন্তর্জাতিক মহল।"
শনিবার রাষ্ট্রসঙ্ঘে সুষমা বলেছিলেন, ভারত আইআইএম, আইআইটি তৈরি করছে। লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিন ও হক্কানি নেটওয়ার্কের মতো সন্ত্রাসবাদী দল তৈরি করেছে পাকিস্তান। তার পাল্টা লোধি বলেন, "বালোচিস্তানে অশান্তি জিইয়ে রাখতে মদত দিচ্ছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ নয়, বরং ভণ্ড দেশ। সে দেশে ফ্যাসিস্ত সরকার চলছে।"
তবে ভারতের দিকে আঙুল তুললেও গোটা বিশ্ব জানে পাকিস্তান সন্ত্রাসবাদীদের আশ্রয়দাতা। ফলে পাকিস্তানের আরও একটা ব্যর্থ চেষ্টা বলে মত কূটনৈতিক মহলের একাংশের।
আরও পড়ুন,রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধোনা করলেন সুষমা স্বরাজ, দেখে নিন ১০টি পয়েন্ট