নিজস্ব প্রতিবেদন: সোমবার সৌদি আরবে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে অনুষ্ঠিত বিজনেস ফোরামে অংশ নেবেন তিনি। এই সৌদি সফরে যাওয়ার সময় মোদীর বিমানকে পাকিস্তানের আকাশপথ ব্যবহার অনুমতি দিল না পাক সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ প্রসঙ্গে বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানান, মোদীকে তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেবে না সরকার। এ বিষয়ে পাকিস্তানে ভারতীয় হাই কমিশনকে লিখিত ভাবে জানিয়ে দেওয়া হয়েছে।


এর আগেও সেপ্টেম্বরে রাষ্ট্রসঙ্ঘের সমাবেশে যোগ দিতে যাওয়ার সময়ে নরেন্দ্র মোদীর বিমানকে সে দেশের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি পাক সরকার। শুধু তাই নয়, ওই মাসেই আইসল্যান্ড যাওয়ার সময়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিমানও পাক আকাশ পথ ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি।


বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার পাকিস্তানের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে জানান, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে। গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের বিমান নিয়ে পাকিস্তান যে সিদ্ধান্ত নিয়েছে, তার ফল ওদের ভুগতে হবে।


আরও পড়ুন: সিরিয়ায় বাগদাদির ডেরায় মার্কিন হানা, আত্মঘাতী আইএস প্রধান!


গত ফেব্রুয়ারি মাসে বালাকোটে ভারতীয় বায়ু সেনার এয়ার স্ট্রাইকের পর পাক সরকার তাদের আকাশপথ ভারতের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেয়। এর পর কিছুদিনের জন্য দেশের আকাশ পথে উড়ানের উপর নিষেধাজ্ঞা তুলে নিলেও কাশ্মীরে ৩৭০ ধারার বিলোপের পর থেকে ফের ভারতের জন্য নিজেদের আকাশ পথ বন্ধ করে দেয় পাকিস্তান।