নিজস্ব প্রতিবেদন: রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ পেল পাকিস্তান। ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত এই কাউন্সিলের সদস্য থাকবে পড়শি দেশটি। রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের সদস্যপদের জন্য ৯৭টি ভোটের দরকার ছিল পাকিস্তানের। তবে এদিন ১৫১টি ভোট পেয়েছে ইসলামাবাদ। দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে সদস্য হতে পারায় উল্লাস প্রকাশ করে রাষ্ট্রসংঘের পাক প্রতিনিধি মালিহা লোধি জানিয়েছেন, "এই বিপুল সমর্থন আদতে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকার প্রতি"।


প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে খালি হওয়া চারটি আসনের জন্য লড়াইয়ে ছিল ৫টি দেশ। পাকিস্তান ছাড়াও আফগানিস্তান, নেপাল এবং কাতারও সদস্যপদ পেয়েছে। সব থেকে কম ভোট পেয়েছে মালেশিয়া। ১২৯ ভোট পেয়ে সদস্য হতে ব্যর্থ হয়েছে তারা। বলে রাখি, ভোটাভুটি হয়েছে শুধুমাত্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য। অন্যান্য আসনগুলিতে ঐক্যমতের ভিত্তিতে সদস্যপদ পেয়েছে দেশগুলি। আফ্রিকার দেশগুলির মধ্যে থেকে অ্যাঙ্গোলা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, নাইজেরিয়া এবং সেনেগাল সদস্যপদ পেয়েছে।