ওয়েব ডেস্ক : তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হচ্ছে। অভিয়োগ তুলেছে পাকিস্তান। আর এবার তাই ভারতের বিরুদ্ধে পাল্টা প্রচার করতে তৈরি করা হচ্ছে একটি কমিটি। সেদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নেতৃত্বে তৈরি হওয়া এই কমিটিতে থাকছে বিদেশ মন্ত্রকের সদস্যরাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভারতে নোট সমস্যার মাঝে এবার 'যা' করতে চলেছে পাকিস্তান!


আগামী মাসে অমৃতসরে বসতে চলেছে হার্ট অফ এশিয়া কনফারেন্স। সেখানে যোগ দিচ্ছেন পাকিস্তানের বিদেশ সচিব সরতাজ আজিজ। সেখানে দু'দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হবে বলেই আশা।


এদিকে, সেই বৈঠকের আগেই এবার জম্মু ও কাশ্মীর ইস্যু নিয়ে নতুন করে ভারতের বিরুদ্ধে প্রচার শুরু করল পাকিস্তান। সারতাজ আজিজ গতকাল পাক সেনেটে সাফ জানিয়ে দিয়েছেন, নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীর নিয়ে মিথ্যা প্রচার করছেন। আর তাই এবার পাকিস্তানও সেই প্রচারের বিরুদ্ধে নতুন করে প্রচার শুরু করবে। তাও আবার সোশাল মিডিয়াতে।