ওয়েব ডেস্ক: পাকিস্তানে সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রথমবার বিশেষত হোলি, দিওয়ালিসহ আরও বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করল পাকিস্তান। পাকিস্তানের সংখ্যালঘুদের জন্য এই ব্যবস্থা করা হল বলে পাক প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাকিস্তান হিন্দু কাউন্সিলের প্রধান ভানকোয়ানি মনে করছেন, এই সিদ্ধান্তের জন্য পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সরকারের প্রতি ভাল প্রভাব বিস্তার করবে। তিনি এও বলেন, "আমেরিকা, ভারতে সংখ্যালঘুদের জন্য ঈদ ও মহরমে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে সে দেশের সরকার। পাকিস্তানও এবার সেই পথে হাটল"।


পাকিস্তানের তথ্য মন্ত্রকের মন্ত্রী পারভেজ রশিদের মন্তব্য, "পাকিস্তানের অনেক সরকারি দফতরে রয়েছে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কাজ করেন, তাঁরা এবার থেকে হোলি, দিওয়ালিতে ছুটি পাবেন"।