বিপাকে পাকিস্তান, ভুয়ো ছবি দেখানোয় কী ব্যবস্থা? খতিয়ে দেখছে রাষ্ট্রসঙ্ঘ
ওয়েব ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘে ভারতকে চাপে ফেলতে ভুয়ো ছবি ব্যবহার করেছিল পাকিস্তান। গাজার একটি মেয়ের ছবি দেখিয়ে ভারতের কাশ্মীর বলে চালানোর চেষ্টা করেছিলেন মালিহা লোধি। এই বিষয়টি নিয়ে রাষ্ট্রসঙ্ঘ ভেবে দেখছে বলে জানাল।
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় সভাপতি মিরসোলাভ লাজক জানিয়েছেন, ভুয়ো ছবি দেখানো নিয়ে কী ব্যবস্থা নেওয়া যায়, তা ভেবে দেখবেন তিনি। একইসঙ্গে এই বিষয়টিকে কূটনৈতিক ব্যাপারও বলেছেন তিনি।
গত সপ্তাহে মালিহা লোধি গাজার প্যালেট গান আক্রান্ত একটি মেয়ের ছবি দেখিয়ে দাবি করেন, এটা কাশ্মীরের গণতন্ত্রের মুখ। তবে মিথ্যা ফাঁস হওয়ার পর কোণঠাসা হয়ে পড়ে ইসলামাবাদ। জবাবে ভারত শহিদ উমর ফইয়াজের ছবি দেখিয়ে জানায়, কাশ্মীরের যুবকরা এভাবেই পাক মদতপুষ্ট সন্ত্রাসের শিকার হচ্ছে।
আরও পড়ুন, সীমান্তে পাকিস্তানকে জবাব দিতে ভারতের কৌশল 'অপারেশন অর্জুন'