নিজস্ব প্রতিবেদন: ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে (Peshwar Blast)। নমাজ চলাকালীনই আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে কোচা রিসালদার এলাকার কিস্‌সা খাওয়ানি বাজারের ওই মসজিদটি। বিস্ফোরণের (Pakistan Blast) জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৬ জন। আহত শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই সময় মসজিদে শুক্রবারের নমাজ পড়া হচ্ছিল। তখনই আচমকা আত্মঘাতী বিস্ফোরণে (Suicidal Blast) কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের (Peshwar Blast) পরই মসজিদ চত্বরে রক্তের স্রোত বয়ে যেতে দেখা যায়। মসজিদের মেঝেতে পড়ে থাকতে দেখা যায় বিস্ফোরণে নিহত ও আহতদের। 



সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও উদ্ধারকারীদল। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। স্থানীয় পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সন্ত্রাসবাদীদের একটি দল মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করতেই প্রথমে পুলিসের সঙ্গে গুলির লড়াই বাঁধে। তারমধ্যেই একজন জঙ্গি মসজিদের ভিতর ঢুকে পড়ে ও আত্মঘাতী বিস্ফোরণটি (Peshwar Blast) ঘটায়। 


আরও পড়ুন, Russia-Ukraine War: কৃষ্ণসাগরে বিস্ফোরণ; ডুবে গেল কার্গো জাহাজ! কোন চক্রান্ত এর পিছনে?


Russia-Ukraine War: সরাসরি সৌদির যুবরাজকে ফোন পুতিনের! নতুন কী পরিকল্পনা?


Russia-Ukraine War: চেরনোবিলের চেয়ে কত গুণ ভয়াবহ হতে চলেছে ইউক্রেন পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বিপর্যয়?


'Putin-কে খুন করতে হবে', রুশ নাগরিকদের আহ্বান USA-র সেনেটরের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)