নিজস্ব প্রতিবেদন: ভারতকে চাপে রাখতে বিভিন্ন মঞ্চে পাকিস্তানের পাশে দাঁড়ায় চিন। সেই বেজিংই এবার হাত ছাড়ল ইসলামাবাদের। ফলে অস্বস্তি বাড়ল পাকিস্তানের। সূত্রের খবর, পাকিস্তানে সন্ত্রাসে অর্থ খরচ হচ্ছে কিনা, তার উপরে নজরদারি চালাবে Financial Action Task Force।         


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অর্থ তছরূপ মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থা FATF-এর ৩৫ সদস্যই পাকিস্তানের উপরে নজরদারির পক্ষে সম্মত হয়েছে। বন্ধু দেশকে বাঁচাতে আগে ভেটো দিয়েছিল চিন। তবে এবার বেজিং সম্মতি দিয়েছে বলে খবর। শোনা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের চাপের মুখেই অবস্থান বদল করেছে চিন।   


আরও পড়ুন- জাস্টিন ট্রুডোকে 'সমঝে' দিতে হুঙ্কার মোদীর


তবে পাক কূটনীতিকদের দাবি, এব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারত একাধিকবার দাবি করেছে, সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য পাকিস্তান। ভারতবিরোধী সন্ত্রাসে মদত দেয় ইসলামাবাদ। মাসখানেক আগেই পাকিস্তানকে সবরকম আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।