নিজস্ব প্রতিবেদন: রাজনীতির ২২ গজে রান আউট ইমরান খান (Imran Khan)। টানা কয়েকদিন ধরে চলা টানাপোড়েনের পর শনিবার মধ‌্যরাতে চূড়ান্ত নাটকের মধ্যে দিয়ে পাকিস্তানে পতন হল ইমরান খানের সরকারের। পাক সংসদে ১৭৪ জন সাংসদ ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটের প্রক্রিয়া শুরু হওয়ার পর ইমরান খান ইসলামাবাদ ত্যাগ করেন। মধ্যরাতে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর বাসভবন ও ইসলামাবাদ ছাড়লেন তিনি। পাক সংসদীয় ইতিহাসে ইমরান প্রথম প্রধানমন্ত্রী যিনি আস্থা ভোটে হেরে বিদায় নিলেন৷ এ ছাড়া পাকিস্তানে কোনও নির্বাচিত সরকারই পাঁচ বছর পর্যন্ত মেয়াদ সম্পূর্ণ করতে পারেনি৷ ইমরানও পারলেন না৷


দীর্ঘদিনের রাজনৈতিক উত্থান-পতনের মধ্যেই প্রধানমন্ত্রীর চেয়ার হারাতে হয়েছে ইমরান খানকে। বিরোধীদের অনাস্থা প্রস্তাবে সংসদে অনুমোদন এবং অনাস্থা প্রস্তাবে ভোটাভুটিতে পরাজয়ের পর এখন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হবেন পিএমএলএন নেতা শাহবাজ শরিফ।


ইমরানকে অনাস্থা ভোটে বাধ‌্য করতে মধ‌্যরাতেই বসে যায় সুপ্রিম কোর্ট। রাতে দফতর খোলে সেদেশের নির্বাচন কমিশনও। পাক সংসদে দাঁড়িয়ে পাক মুসলিম লিগ (নওয়াজ), পাকিস্তান পিপলস পার্টি-সহ ইমরানের বিরোধী সাংসদরা অনাস্থা ভোটের দাবিতে লাগাতার অবস্থান চালিয়ে যেতে থাকেন।


পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবারের মধ্যে আস্থা ভোট হওয়ার কথা ছিল৷ কিন্তু সকালে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ৷ ওদিকে সময় গড়িয়ে গেলেও ন্যাশনাল অ্যাসেম্বলিতে কিছুতেই বিরোধীরা অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি শুরু করা যাচ্ছিল না৷ বারবার মুলতবি হয়ে যাচ্ছিল অধিবেশন৷ রাত ১২টার মধ্যেও আস্থা ভোটের প্রক্রিয়া শুরু না হওয়ায় সুপ্রিম কোর্টের বিশেষ অধিবেশন ডাকেন প্রধান বিচারপতি উমর আটা বান্দিলাল৷ ভোটাভুটি এড়ানো সম্ভব নয় বুঝে চরম নাটকীয়তার মধ্যে পদত্যাগ করেন স্পিকার আসাদ কাইজার এবং ডেপুটি স্পিকার কাসিম সুরি৷


আরও পড়ুন, Imran Khan Live: স্লগ ওভারেই যবনিকা পতন! বিরোধী পেসে ক্লিন বোল্ড 'ক্যাপটেন' ইমরানের সরকার


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)