ওয়েব ডেস্ক : কাশ্মীর ইস্যুতে ফের আমেরিকার হস্তক্ষেপ দাবি করল ইসলামাবাদ। গতকাল নিউ ইয়র্কে মার্কিন বিদেশসচিব জন কেরির সঙ্গে বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেখানেই কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ওবামা প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আর্জি জানান তিনি।


সেইসঙ্গে পাক অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গও তুলে ধরেন নওয়াজ শরিফ। বৈঠকে পাক প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ ছাড়াও ছিলেন রাষ্ট্রসংঘে নিযুক্ত পাক দূত মালিহা লোধি। বৈঠক শেষে সেখানে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এড়িয়ে যান নওয়াজ শরিফ এবং সরতাজ আজিজ। আজ রাষ্ট্রসংঘের ৭১তম সাধারণ সভায় শরণার্থী এবং উদ্বাস্তু নিয়ে বক্তব্য রাখবেন পাক প্রধানমন্ত্রী। কাল আন্তর্জাতিক মহলের কাছে কাশ্মীর সমস্যা নিয়ে সরব হবেন তিনি।