পাকিস্তানের মন্দিরে প্রতিমা নেই কেন, তীব্র ক্ষোভ পাক সুপ্রিম কোর্টের
কাটাসরাজ মন্দির সংলগ্ন একটি পুকুর ক্রমশই শুকিয়ে যাচ্ছে। কথিত আছে ওই পুকুরটি তৈরি হয়েছিল শিবের চোখের জল থেকে। এখন পাম্প বসিয়ে ওই পুকুরের জল টেনে নিচ্ছে এলাকার সিমেন্ট কোম্পানিগুলি। এনিয়ে পাক পাঞ্জাব সরকারকে তীব্র ভর্ৎসনা পাক সুপ্রিম কোর্টের
নিজস্ব প্রতিবেদন : মন্দিরে মূর্তি নেই কেন? আদালতের নির্দেশ সত্বেও তা কেন বাসানো হয়নি। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সরকরকে প্রশ্ন করল সে দেশের সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার পাক সুপ্রিম কোর্ট বলে, পঞ্জাবের চাকওয়ালের প্রসিদ্ধ কাটাসরাজ মন্দিরটি দেখতে গোটা দুনিয়া থেকেই হিন্দুরা পাকিস্তানে আসেন। কিন্তু সেই মন্দিরে কোনও মূর্তি নেই। এতে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। আদালত মূর্তি বসানোর নির্দেশও দেয়। তবু পঞ্জাব সরকার সেই নির্দেশ অনুযায়ী কাজ করেনি। তাই আদালত জানতে চায়, সুপ্রিম কোর্টকে অমান্য করার সাহস হয় কি করে! উল্লেখ্য, পাকিস্তানে এরকম একাধিক মন্দির রয়েছে যেখানে কোনও প্রতিমাই নেই।
পাকিস্তানের ঐতিহাসিক কাটাসরাজ মন্দির নিয়ে সম্প্রতি একটি মামলা হয় পাক সুপ্রিম কোর্টে। কটাসরাজ মন্দির সংলগ্ন পুকুরটিকে বাঁচাতে সরকার কী ব্যবস্থা করছে তাও জানতে চায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।
প্রসঙ্গত, কথিত রয়েছে মন্দির সংলগ্ন ওই পুকুরটি তৈরি হয়েছিল শিবের চোখের জল থেকে। সম্প্রতি ওই পুকুরটি ক্রমশই শুকিয়ে যাচ্ছে। আদালতের নির্দেশ সত্বেও এনিয়ে নিষ্ক্রিয় প্রশাসন। বস্তুতপক্ষ মন্দিরের ওই বিখ্যাত পুকুরটির পাশে বহু পাম্প বসিয়েছে এলাকার সিমেন্ট কোম্পনিগুলি। তারাই জল তুলে নিচ্ছে বসে অভিযোগ। কেন ওইসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি তার কোনও সদুত্তর দিতে পারেনি পঞ্জাব সরকার।
আরও পড়ুন-দেখা হল কথা হল না, সংসদ হামলার বর্ষপূর্তিতে মুখোমুখি মোদী-মনমোহন