রাওয়ালপিন্ডি: ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ষোলো। রাওয়ালপিন্ডির ঘনবসতিপূর্ণ চাতিয়া হাতিয়া এলাকার অন মহম্মদ রিজভি মসজিদের বাইরে এই বিস্ফোরণ ঘটে। সংলগ্ন একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 ঘটনার সময় মসজিদে ইদ মিলাদুন নবির প্রার্থনা চলছিল। পুলিস অফিসার রাজা আবদুল রশিদের দাবি, সিয়া সম্প্রদায়ভুক্ত মুসলিম অধ্যুষিত মসজিদই ছিল বিস্ফোরণের লক্ষ্য। আত্মঘাতী বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান পুলিসের। প্রত্যক্ষদর্শীদের বয়না অনুযায়ী, বিস্ফোরণের মাত্রা ছিল তীব্র।


 সংলগ্ন এলাকার বাড়ির জানলার কাচ চুরমার হয়ে যায়। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন। ঘটনার দায় কোনও জঙ্গিগোষ্ঠী স্বীকার করেনি। তবে, আঙুল উঠছে তেহরিক ই তালিবান পাকিস্তান এবং আল কায়দার দিকে। কারণ, অতীতে সিয়া সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালায় এই দুই জঙ্গিগোষ্ঠী।