ওয়েব ডেস্ক :  শত্রুতা নয়। বরং অনুসরণ। ভারতের পথেই এবার হাঁটতে চলেছে পড়শি পাকিস্তান। ইস্যু নোট বাতিল। ভারতকে অনুসরণ করে এবার সেদেশে ৫০০০-এর নোট বাতিল করার পথে পাক প্রশাসন। এই মর্মে ইতিমধ্যে সেনেটে রেজলিউশনও পাস হয়ে গেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কদিন আগে ভারতের পথে হেঁটেছে ভেনেজুয়েলা। সেদেশে বাতিল করে দেওয়া হয়েছে ১০০-বলিভার নোট। কালো টাকার কারবার আটকাতে অস্ট্রেলিয়াও নোট বাতিলের পক্ষে সওয়াল করেছে। এবার সেই পথে হাঁটতে চলেছে পাকিস্তান। সেনেটে প্রস্তাব রাখা হয়, ধাপে ধাপে ৫০০০-এর নোট বাতিল করা হবে পাকিস্তানে। সংখ্যাগরিষ্ঠ সেই প্রস্তাবে সায় দেয়। এই মুহূর্তে সেদেশে বাজারে চালু রয়েছে ৩.৪ ট্রিলিয়ন নোট। যার মধ্যে ১.০২ ট্রিলিয়ন নোট হল ৫০০০-এর নোট।


আরও পড়ুন, ৬ লক্ষ ২১ হাজার কোটি টাকার মালিক হতে চান?