নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে উত্তেজনার মধ্যে শেষপর্যন্ত ঘাড় কাত করল পাকিস্তান। বলা যেতে পারে ভারতের কড়া মনোভাবে পরমাণু অস্ত্রের জিগির বন্ধ করল ইসলামাবাদ। সোমবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়ে দিলেন, প্রথমে পরমাণু অস্ত্রের ব্যবহার করবে না পাকিস্তান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল! মৃত ২, ধ্বংসস্তুপের নিচে আটকে অনেকে


কাশ্মীরের উত্তেজনার মধ্যে পাকিস্তানের একাধিক মন্ত্রী-সহ খোদ ইমরান খানও বারবার মনে করিয়ে দিচ্ছিলেন, পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ। অর্থাত্ লড়াই বাধালে সাবধান। এভাবে পারমানবিক অস্ত্রের প্রচ্ছন্ন হুমকি দুনিয়ার অন্য কোনও নেতাকে খুব একটা দেখা যায়নি।


সোমবার লাহোরে শিখদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ইমরান। সেখানে তিনি বলেন, ভারত ও পাকিস্তান দুই দেশেই পরমাণু অস্ত্রে শক্তিধর। দুদেশের মধ্যে উত্তেজনা বাড়লে গোটা দুনিয়ার বিপদ। তবে পাকিস্তানের তরফে প্রথমে পরমাণু অস্ত্রের ব্যবহার করা হবে না।


আরও পড়ুন-চায়ের আড্ডায় মুকুলই করলেন মানভঞ্জন, বিজেপি ছাড়ছেন না বৈশাখী-শোভন


কেন হঠাত্ এমন পাল্টি! এর পেছনে কি গতমাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কড়া বক্তব্য? উল্লেখ্য, গত মাসে রাজনাথ সিং এক অনুষ্ঠানে বলেন, পরমাণু অস্ত্র ব্যবহারের পুরনো নীতি বদল করতেই পারে ভারত। ভারতের নীতিই হল আগে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না ভারত। কিন্তু পরিস্থিতির চাপে ভবিষ্যতে কী নীতি ভারতে নেবে তা ভবিষ্যতই বলতে পারে।