আইসিস নিধনে পাকিস্তান
ওয়েব ডেস্ক: আইসিস নিধনে এবার কোমড় বেঁধে নামল পাকিস্তান। গত দুই বছরে পাকিস্তানের মাটিতে বেশ কয়েকটি নাশকতার দায় স্বীকার করেছে আইএস। তাই তাদের আর বাড়তে দেওয়া ঠিক হবে না, সিদ্ধান্ত পাক প্রশাসনের। দেশের 'ফেডারালি অ্যাডমিনিস্ট্রেটেড ট্রাইবাল এরিয়াস' তথা আদিবাসী অঞ্চলগুলিকে বেশ কিছুদিন ধরে টার্গেট করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা। সেইসব এলাকাকে জঙ্গি মুক্ত করতে সামরিক বাহিনীকে এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নওয়াজ শরিফ প্রশাসন। পাক সেনার তরফে জানানো হয়েছে, এইসব আইএস জঙ্গিরা শক্তি সঞ্চয় করেছে আফগানিস্তানের অন্দরে থেকে। ফলে সীমান্ত এলাকাতে আঘাত হানার বিষয়ে চলছে ভাবনা চিন্তা।
এদিকে, লুকিয়ে চুরিয়ে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে মদত দেওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগে বারবার সরব হয়েছেন মার্কিন কূটনীতিকরা। এবার বলা হল, সন্ত্রাস দমনে কাজ করে দেখাও, তবেই মিলবে সামরিক অনুদান। সম্প্রতি অনুদান আইনে সংশোধনীও পাস হয়েছে আমেরিকায়। (আরও পড়ুন- ভারতের উত্থানে 'মাথা ঠান্ডা রাখা'র বেজিং বার্তা)