ওয়েব ডেস্ক: গোটা দুনিয়ার চোখে ধুলো দিয়ে গোপনে পরমাণু অস্ত্রে বলীয়ান হচ্ছে পাকিস্তান এমনই দাবি মার্কিন গবেষকদের। আর পাকিস্তানের এই অস্ত্রসজ্জার মূল উদ্দেশ্য ভারতকে আক্রমণ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আমেরিকার গবেষক দল সম্প্রতি কয়েকটি বাণিজ্যেক উপগ্রহের মাধ্যমে জেনেছে পাকিস্তানের হাঁড়ির খবর। আসুন দেখে নেওয়া যাক কী কী উঠে এল-


১) পাকিস্তানের আক্রো (সিন্ধুপ্রদেশ), গুরানওয়ালা (পঞ্জাব), খুজদার (বালুচিস্তান), পানো আকিল (সিন্ধুপ্রদেশ) এবং সারগোধরায় এই অস্ত্রগুলো রাখা হয়েছে।


২) অনুমান করা হচ্ছে পাকিস্তান প্রায় ১৪০টি পরমাণু অস্ত্র মজুত রেখেছে।


আরও পড়ুন- এবার বরফ গলছে আন্টার্টিক মহাসাগরের, বিপর্যয়ের আশঙ্কা


৩) যুদ্ধ বিমান চালনার জন্য বিশেষ পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান।


৪) এই অস্ত্রগুলো এমন জায়গায় রাখা হয়েছে যেখান থেকে সহজেই ভারতের বেশ কয়েকটি শহরকে টার্গেট করা যায়।


৫) পাকিস্তানকে এই বিপুল পরিমানে পরমাণু অস্ত্রে বলীয়ান হতে অর্থ সাহায্য করছে চিন।


আরও পড়ুন- সন্তান প্রসবের পরও এই মহিলা গর্ভবতী!


মার্কিন গবেষকদের এই রিপোর্টে আরও বলা হয়েছে যে, পাকিস্তান এই পদক্ষেপ নিয়েছে মূলত নিজেদের পরমাণু ক্ষেত্রে ভারতের সমান সমান করে তুলতে। এবং ওই গবেষণাপত্রে এটাও বলা হয়েছে যে, এভাবে চলতে থাকলে পাক অস্ত্রভাণ্ডার খুব শীঘ্রই ভারতের সমতুল্য হয়ে উঠবে। পাকিস্তান যেসব এলাকায় তাদের পরমাণু অস্ত্রগুলি রেখেছে তাতে খুব সহজেই উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাত হানা সম্ভব।