ওয়েব ডেস্ক : পাক সেনাবাহিনীর বিরুদ্ধেই এবার গর্জে উঠলেন সেদেশে বসবাসকারী পাস্তুনরা। সরাসরি বিদ্রোহ ঘোষণা করে তাঁদের চ্যালেঞ্জ, পাক অত্যাচারের শেষ দেখে ছাড়বেন। লাহোরে বহু পাস্তুন মহিলাকে অপরহণ করে রাখা হয়েছে বলেও তাঁরা অভিযোগ তুলেছেন। এমনকি বহু এলাকায় গোপনে জঙ্গি ছাউনি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পাস্তুন আন্দোলনকারী উমর খটক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভারতীয় সেনাবাহিনীতে স্মার্টফোন ব্যবহারে বাড়ছে নজরদারি


অত্যাচারের ফলে পাস্তুনদের একটা বড় অংশ পাকিস্তান ছেড়ে ইতিমধ্যেই আফগানিস্তানে আশ্রয় নিয়েছেন। উমর খটকের অভিযোগ, পাস্তুনিয়ান লিবারেশন আর্মি তৈরি করে তাঁরা পাক অত্যাচারের জবাব দেবেন। দিনের পর দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আর তাই এবার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই সেনাবাহিনীর বিরুদ্ধেই গর্জে উঠলেন তারা।