নিজস্ব প্রতিবেদন: বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'ভারসাম্যহীন' বললেন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরমাণু হামলা চালাতে পারেন ট্রাম্প, এমন আশঙ্কাও প্রকাশ করেছেন পেলোসি (House Speaker Nancy Pelosi)। ক্যাপিটল ভবনে (the Capitol) হামলার পিছনে ট্রাম্পের উসকানিমূলক আচরণ দায়ী, এই অভিযোগের সূত্রে পেলোসি জানান, ট্রাম্প যদি দ্রুত পদত্যাগ না করেন তবে তাঁকে ইমপিচও (impeach) করা হতে পারে। এই সব প্রস্তাব নিয়ে ডেমোক্র্যাট নেতাদের চিঠিও দিয়েছেন পেলোসি। 


হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার পেলোসি (Nancy Pelosi) জানান, কার্যকালের শেষ পর্যায়ে প্রেসিডেন্ট (Donald Trump)যাতে দেশে  কোনও সামরিক সংঘাত শুরু না করতে পারেন বা দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের অপব্যবহার না করতে পারেন, সে বিষয়ে সতর্কতা নেওয়ার বিষয়েই জরুরি আলোচনা হয়েছে। পেলোসি আরও জানান, ট্রাম্পকে আটকাতে কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁদের তরফে, সে বিষয়ে জয়েন্ট চিফস চেয়ারম্যান মার্ক মিলির (Mark Milley, the chairman of the Joint Chiefs of Staff) সঙ্গে কথাও বলেছেন তিনি। 


Also Read: পাকাপাকিভাবে অ্যাকাউন্ট বন্ধ করল Twitter, মুখ বন্ধের অভিযোগ Trump-এর