নিজস্ব প্রতিবেদন: রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র রুখতে সক্ষম মার্কিন যুক্তরাষ্ট্র, জানাল পেন্টাগন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু হঠাত্ পেন্টাগনের ভ্রু কোঁচকালো কেন?


আরও পড়ুন- ইয়ারফোন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরীর


রাশিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি দেশবাসীর উদ্দেশে ক্ষেপণাস্ত্র বিষয়ে বক্তৃতা রাখেন রুশ প্রেসিডেন্ট । ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র গবেষণায় অপরাজেয় অস্ত্র তৈরি করছে রাশিয়া। সুপারসনিক নামে এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির সঙ্গে পাল্লা দিয়ে হানা দিতে সক্ষম। সাবেকি ক্ষেপণাস্ত্র থেকে কয়েকশো গুণ বেশি ধুরন্ধর। পরিস্থিতি অনুযায়ী চোখে ধুলো দিয়ে রাস্তা বদল করতে পারে এই ক্ষেপণাস্ত্র।


আরও পড়ুন- তালিবানকে রাজনৈতিক দলের স্বীকৃতি আফগানিস্তানের!


পেন্টাগনের জনসংযোগ আধিকারিক ডানা হোয়াইট জানিয়েছেন, পুতিন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতেই পারেন। কিন্তু এমন ক্ষেপণাস্ত্রকে রুখতে সম্পূর্ণভাবে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রও। পাশাপাশি  ডানা এও হুঁশিয়ারি দেন, "পুতিনকে মোকাবিলা করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সব ধরনের ক্ষমতা রয়েছে।"


আরও পড়ুন- ভারত আয়োজিত নৌ মহড়ায় আসবে না মালদ্বীপ, পিছনে কি চিন?