ওয়েব ডেস্ক: শত ব্যস্ততার মধ্যে কীভাবে মজা খুঁজে নিতে হয়,  জানতে হলে মস্কোর গোর্কি পার্কে চলে যান। ওখানে  মজার উত্‍সব চলছে। প্যারামবুলেটর প্যারেড। প্যারামবুলেটরে ছেলে-মেয়েকে চড়িয়ে পার্কে এসেছেন বাবা-মা। প্রতিটি প্যারামবুলেটর নানান কারুকাজের। বাবা-মার সাজও কম নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


মস্কোর গোর্কি পার্ক। ভিড় করে জমা হয়েছেন এঁরা। বলতে গেলে প্যারামবুলেটর প্যারেড চলছে। রঙিন পোশাকে উপস্থিত হয়েছেন বাবা-মা-রা। সঙ্গে প্যারামবুলেটরে সন্তান। পুরো উত্‍সবের মেজাজ।


 


এক দম্পতি আর তাঁদের সন্তানকে আবার পুরো মিলিটারি পোশাকে। আর প্যারাম্বুলেটর এতো আস্ত যুদ্ধের ট্যাঙ্ক। আরেক দম্পতি আবার ইতিহাস ভক্ত। সেই প্রাচীন যুগের গুহার মত প্যারাম্বুলেটরে সন্তানকে বসিয়ে পথে হাঁটছেন।


আরও পড়ুন- জাপানের দম্পতির সন্তান চড়ুই পাখি


 


দুহাজার আট সালে রাশিয়ায় এই মজার উত্‍সবের সূচনা। গোর্কি পার্কে এই উত্‍সবে অংশগ্রহণকারীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। এবছর উত্‍সবে অংশগ্রহণ করতে নাম লিখিয়েছেন একশকুড়ি জন বাবা-মা।