নিজস্ব প্রতিবেদন: বাঘের গলায় মালা পরানো থেকে কুমিরের সঙ্গে সেলফি। পৃথিবীতে আশ্চর্য ঘটনার অন্ত নেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফিলিপিন্সের কাগায়ান দ্য ওরো শহরের আমায়া ভিউ অ্যামিউসমেন্ট পার্কে এসেছিলেন নেহেমায়াস চিপাডা নামের এক পর্যটক। সেখানে প্লাস্টিকের এক কুমিরের সঙ্গে সেলফি তোলার ইচ্ছে হল তাঁর। জলে নেমে গিয়ে তুললেনও। তারপরই বিপত্তি! দেখেন 'প্লাস্টিকের' কুমির তাঁকে টেনে গভীর জলে নিয়ে যাচ্ছে। ষাটোর্ধ্ব ওই পর্যটক আসলে বুঝতে পারেননি ওখানে ১২ ফুট দীর্ঘ জ্যান্ত এক কুমির কোনও ভাবে থাকতে পারে! জলে আধডোবা সরীসৃপের আক্রমণে রক্তাক্ত হন তিনি। তবে শেষমেশ প্রাণে বেঁচে যান। এ সংক্রান্ত ভিডিয়োটি ভাইরাল হয়েছে৷


দেখা যায়, চিপাডার বাঁ হাত কামড়ে ধরে কুমিরটি তাঁকে টেনে নিয়ে যাচ্ছে। আতঙ্কে চিৎকার করে ওঠেন উপস্থিত লোকজন। কুমিরের হাত থেকে নিজেকে মুক্ত করতে সমর্থ হন চিপাডা। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন।


আক্রান্ত চিপাডার পরিবার এই ঘটনায় দায়ী করছে বিনোদন পার্কের কর্তৃপক্ষকে। তাঁদের মতে, জলাশয়ের পাশে সাবধানবাণী থাকার প্রয়োজন ছিল।


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: New Zealand MP: প্রসববেদনা নিয়েই সাইকেল চালিয়ে হাসপাতালে গেলেন সাংসদ!