জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফ্লাইটে যৌন হয়রানির ঘটনা যেন থামছেই না। তাও আবার কেবিন ক্রুদের। অভিযোগ পাইলটদের বিরুদ্ধে। এবার উঠল আরও এক বিচিত্র অভিযোগ। উড়ানে কর্তব্যরত অবস্থায় কেবিন ক্রুদের ব্যাকরণ শেখানোরও অভিযোগ উঠল। এমনই অভিযোগ উঠেছে বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক পাইলটের বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আর কয়েকদিনের অপেক্ষা! হু হু করে নামবে পারদ, হি হি করে কাঁপবে বাংলা...


অভিযোগ, গত ১০ নভেম্বর বিজি ১৩৫ নম্বর ঢাকা-চট্টগ্রাম-জেদ্দা ফ্লাইট অপারেট করেন এক মহিলা কেবিন ক্রু। ফ্লাইটে অপারেটিং পাইলট ছিলেন মুনতাসীর ও আবেদ। ফ্লাইটের মাঝামাঝি সময় তারা ওই মহিলা কেবিন ক্রুকে ককপিটে ডাকেন। কুশলবিনিময়ের একপর্যায়ে পাইলট আবেদ তার সঙ্গে ব্যক্তিগত কথাবার্তা শুরু করেন। পরবর্তীকালে ককপিটের দরজার সামনে তাকে একা পেয়ে জোরপূর্বক হ্যান্ডশেকও করতে চান। আরও আছে। গত ১২ নভেম্বর বিজি ২৩৬ জেদ্দা-সিলেট-ঢাকা ফিরতি ফ্লাইটে এক মহিলা কেবিনক্রুর ‘ওয়ার্কিং পজিশন’ ছিল সামনে। এ কাজের জন্য তাকে বেশ কয়েকবার ককপিটে যেতে হয়। তখন পাইলট আবেদ কৌতুক শোনানোর ছলে তাকে বাংলা ব্যাকরণের কারক, সমাস, লিঙ্গ পরিবর্তন নিয়ে কথা বলেন। এক পর্যায়ে আবেদ লিঙ্গ পরিবর্তন ও ধাতু নিয়ে কুরুচিপূর্ণ এবং অশ্লীল মন্তব্য করেন। এছাড়া নোংরা দৃষ্টিতে তাকিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিও করেন বলে অভিযোগ। ওইদিন রাতেই বিমানের এমডি ও সিইও বরাবর ইমেইলে পাইলট আবেদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন ওই মহিলা কেবিন ক্রু।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র খবর, সম্প্রতি বিমানের ঢাকা-চট্টগ্রাম-জেদ্দা ও জেদ্দা-সিলেট-ঢাকা এবং ঢাকা-মাসকাট-ঢাকা ফ্লাইটে দুই মহিলা কেবিন ক্রু যৌন হয়রানির শিকার হন। তারা দুজনই প্রতিকার চেয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাসাফিকুর রহমানের কাছে লিখিত অভিযোগ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন বিভাগ সূত্র জানায়, গত ১৪ নভেম্বর বিমানের সিইও বরাবর এক পাইলটের বিরুদ্ধে যৌন হয়রানি এবং অপেশাদারমূলক আচরণের অভিযোগ করেন ফ্লাইট সার্ভিস উপ-বিভাগে এক কেবিন ক্রু।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)